27698

দৈনিকবার্তা-ফেনী, ৬ জুলাই: ফেনীতে ছাগলনাইয়ায় গতকাল রবিবার বিকেলে ২০ লাখ টাকা মূল্যের ৪শ পিস ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল ছাগলনাইয়ার পশ্চিম অলিনগর এলাকায় মাঠের পার্শ্বে ঝোপের মধ্যে ওৎ পেতে থাকে। এসময় ৭ জন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে পশ্চিম অলিনগর পূব মাঠের দিকে আসতে থাকে।

মাঠের নিকটবর্তী আসা মাত্রই টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তা গুলো তল্লাশী করে বিভিন্ন প্রকারের আনুমানিক ৪শ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এ জমা করা হয়েছে। বিজিবি নায়েব সুবেদার মোঃ ফজলুল হক ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।