07-07-15-PM_Perliament-3

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ জুলাই ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভাগি্ন টিউলিপ সিদ্দিকী জয় ঠেকাতে তারেক রহমান হামলাও চালিয়েছিলেন৷যুক্তরাজ্যের পার্লামেন্টে বিজয়ী টিউলিপসহ বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার সংসদে উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন তিনি৷গত মে মাসের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সময় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের জয় ঠেকাতে নানা ষড়যন্ত্রের কথা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা বলে আসছিলেন৷

সংসদে শেখ হাসিনা লেবন, তাকে (টিউলিপ) সেখানে অনেক কষ্ট পেতে হয়েছে৷ আপনারা জানেন, রাজনৈতিক আশ্রয় নিয়ে খালেদা জিয়ার ছেলে ওখানে সব রকমের চেষ্টা করেছে টিউলিপ যেন জিততে না পারে৷ এমনকি ভোটারদের ওপর লোক পাঠিয়ে হামলা পর্যন্ত করিয়েছে৷ শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন৷ তাকে দেশে ফেরত এনে আদালতে দাঁড় করানোর দাবি জানিয়ে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা৷প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত তিন কন্যা টিউলিপ সিদ্দীক, রুশনারা আলী এবং রূপা হক এদেশের জন্য গৌরব বয়ে এনেছে৷ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ান সিদ্দীককে ধন্যবাদ জানানোর জন্য আনীত প্রসত্মাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন৷

প্রধানমন্ত্রীর আলোচনা শেষে এ তিন বাংলাদেশী বংশোদ্ভূত কন্যার ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ায় আনীত ধন্যবাদ প্রসত্মাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ সরকারি দলের সদস্য ডা. দীপু মনি এ ধন্যবাদ প্রসত্মাব আনেন৷আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ব্রিটিশরাই ২শ’ বছর বাংলাদেশ শাসন করেছে৷ আজকে সেই ব্রিটিশ পার্লামেন্টে বাঙালি সদস্য নির্বাচিত৷ তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে৷ তারা তিনজন নির্বাচিত হয়েছে, এটা জাতির গৌরবের বিষয়৷ এ তিন কন্যার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চান৷তিনি বলেন, ত্যাগ ছাড়া কখনও কোন মহত্‍ কাজ সাধন করা সম্ভব নয়৷ একথা জাতির পিতা বলেছেন, এটা আমরা সব সময় মনে রাখি৷ বাংলাদেশের মানুষ উন্নত ও সুন্দর জীবন পাক, সেটাই আমাদের কামনা৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে৷ আমরা বিজয়ী জাতি, সেই বিজয়ের মুকুট যেন আমাদের মাথায় সব সময় শোভা পায়, এজন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই৷শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে যখন দেশে ফিরে আসি, তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, তখন তার নির্দেশ ছিল আমরা যেন কোনভাবেই দেশে ফিরতে না পারি৷ সেভাবেই সে বাধা দিয়েছিল৷ ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়া হয়নি৷ অনেক বাধা অতিক্রম করে আমাদের চলতে হয়েছে৷ যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল৷ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর নাম ভুলেনি৷ এজন্য আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞ৷আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মাহবুব উল আলম হানিফ, আব্দুল মান্নান, বেগম সানজিদা খানম, সাগুফতা ইয়াসমিন, এডভোকেট আবু জাহির, একেএম শাজাহান কামাল, বেগম ফজিলাতুন নেসা বাপ্পী, মো. মনিরম্নল ইসলাম, জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান ও স্বতন্ত্র সদস্য রম্নসত্মম আলী ফরাজী৷জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত্‍বরণের পর শেখ রেহানা ও তাঁর নিজের সংগ্রামী জীবনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শেখ রেহানা প্রধানমন্ত্রীর মেয়ে ও আমার বোন হয়েও কোন ধরনের সুযোগ-সুবিধা কখনও নেননি৷ উপরন্তু সংগ্রামী জীবন অতিবাহিত করেছেন৷ নিজের ছেলে-মেয়েদের এবং আমার ছেলে-মেয়েদেরও মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব পালন করেছেন৷তিনি বলেন, জাতির পিতার আদর্শে আমাদের সনত্মানদের বড় করেছি, তারাও দেশের মানুষের কল্যাণে নিবেদিত৷ তিনি দেশবাসীর কাছে টিউলিপের জন্য দোয়া চান৷শেখ হাসিনা বলেন, রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে থাকা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান টিউলিপ যাতে নির্বাচিত হতে না পারে, সেজন্য অনেক বাধা দেয়ার চেষ্টা করেছে৷ ভোটারদের ওপর হামলা করাসহ এমন কোন অপপ্রচার নেই, যা সে করেনি৷ শত বাধা অতিক্রম করে টিউলিপকে নির্বাচিত করার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত তিনজন নারীকে ধন্যবাদ জানান৷

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার টিউলিপ সিদ্দীকসহ তিন নারী ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়ে আনত্মর্জাতিকভাবে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন৷কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা দুটি নাম দুঃখের অক্ষরে লেখা৷ এ দু’জনই সারা জীবন লড়াই করেছেন৷ তাদেরই প্রজন্ম টিউলিপ সিদ্দীক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন৷ সে আরো অনেক দূর যাবেন৷বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারী রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ ওেরজওয়ানা সিদ্দীক ব্রিটিশ কমন্সসভার সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদে ধন্যবাদ জানানোর টওস্তাব পাস হয়৷ মঙ্গলবার সকালে এই সংক্রান্ত আলোচনা সভার প্রস্তাব পাস করা হয়৷অধিবেশনে সংসদীয় সাধারণ বিধি-১৪৭ ভিত্তিতে প্রস্তাব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি৷অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের অভিমত এই যে, বাংলাদেশি বংশোদ্ভুত তিনজন নারী হাউস অব কমন্স-এর সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীককে ধন্যবাদ জানানো হোক৷

তিনি বলেন, এই প্রস্তাবে সংসদে কোন সংশোধনী প্রস্তাব পাওয়া যায়নি৷ তবে স্পিকার চাইলে সংসদীয় কার্যবিধি ১৫৮ বিধি অনুসারে আলোচনার সময়সীমা নির্ধারণ করতে পারেন৷চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উপর ২২ জন সদস্যের বক্তব্য দেয়ার জন্য নাম রয়েছে৷ সময়ের মধ্যে সদস্যরা যাতে বক্তব্য শেষ করেন সে বিষয়ে অবহিত করবেন৷এতে প্রথমে বক্তব্য রাখেন দীপু মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মেহের আফরোজ চুমকি ও আব্দুল মান্নান৷