রাজনীতিক তরিকুল ইসলাম

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুলাই ২০১৫:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলামকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি। শনিবার (১১ জুলাই) দুপুরে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান দৈনিকবার্তা কে এ তথ্য জানান।

এদিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টিমিক হার্ট ডিজিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তরিকুল ইসলামকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বহী (সিইও) ডা. এম এ রশিদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্র আরও জানায়, এই মুহূ্র্তে তরিকুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা শুরু হবে।