Rajshahi Bagha Eid Mela News 13-7-15

দৈনিকবার্তা-রাজশাহীতে, ১৩ জুলাই ২০১৫: রমজান শেষ হওয়ার আগেই ঈদের ব্যস্ততা এখন রাজশাহীর বাঘার পুরো এলাকা জুড়ে। মেলায় অশ্লীল কোন কিছু চলবে না মর্মে ১১টি শর্ত সাপেক্ষে ১৫ দিনের জন্য সাড়ে ১৮ লক্ষ টাকায় ইজারা দেয়া হয়েছে। ঐতিহ্যবাহী ঈদ মেলাকে কেন্দ্র করে উপজেলার প্রধান প্রধান শপিং কমপে¬ক্স, বিপনি বিতানের পাশাপাশি সড়কের দুইধারে ফুটপাত এখন হকাররা বাঁশ-খুটি পুতে দখলে নিচ্ছে। তবে স্থায়ী ব্যবসায়ী ছাড়াও নানা পসরা নিয়ে ব্যবসায় নেমেছে শত শত হকার। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন পণ্য ব্যবসায়ীর সংখ্যা।এ নিয়ে অভিজাত মার্কেটের ব্যবসায়ীরা অসন্তুষ্ট হলেও নিম্নবিত্ত আয়ের মানুষ কমদামে কেনা-কাটার সুযোগ পেয়ে বেজায় খুশী। ক্রেতার সংখ্যা বৃদ্ধির সংগে বাড়ছে বিকিবিনি। কেনা-কাটায় শীর্ষে রয়েছে মেয়েদের শাড়ী, থ্রিপিচ, গহনা, কসমেটিকস, শিশুদের রকমারী পোশাক, জুতা-সেন্ডেল ও ছেলেদের পাঞ্জাবী ও শার্ট।

ঈদ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান মাঠে হরেক রকমের খেলা-ধূলা নিয়ে শত শত প্রতিষ্ঠান যোগ দিচ্ছে এ মেলায়। প্রতি বছরের ন্যায় এবছরও উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কলেজ মাঠ, মাদ্রাসা মাঠ ও ঈদ মাঠে বসছে হরেক রকমের পন্য সামগ্রীর দোকান। ৮ লক্ষ টাকা জামানত সাপেক্ষে ওই ইজারায় অংশ নেন অত্র এলাকার ১৪ জন ব্যবসায়ী। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ লক্ষ ৫০ হাজার টাকায় ১৫ দিনের জন্য ওই মেলা ইজারা দেয়া হয় বাঘা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুনুর রহমানকে।বাঘা ওয়াকফ্ এষ্টেটের মোতোয়ালি¬ খন্দকার মনছুরুল ইসলাম রইশ জানান, আব্বাসীয় বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস মোবারক উৎসবকে কেন্দ্র করে সাধকদের সাধনার পীঠস্থান হিসেবে ওয়াকফ এষ্টেটের এলাকা জুড়ে প্রতি বছর ঈদুল ফিতরের ঈদে অনুষ্ঠিত হয় ঈদ মেলা। তবে মেলায় অশ্লীল কোন কিছু চলবেনা মর্মে ১১টি শর্ত সাপেক্ষে ১৫ দিনের জন্য ইজারা দেয়া হয়েছে।বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মেলা উপলক্ষে সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।