টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ইডেনেদৈনিকবার্তা-চট্টগ্রাম, ২১ জুলাই, ২০১৫ : কলকাতার ইডেন গার্ডেন্সে হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।মঙ্গলবার টুর্নামেন্টের আটটি ভেন্যু ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতা ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হবে ব্যাঙ্গালোর, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বাই, নাগপুর ও দিল্লিতে।

শেষ পর্যন্ত এই ভেন্যুগুলোর সবকটিতেই খেলা হবে কিনা তা নিয়ে একটা কিন্তু অবশ্য আছে। ভেন্যুগুলো নিয়ে আইসিসি যে শর্ত দিয়েছে, তার সবটা পূরণ করতে পারলেই কেবল এসব জায়গায় খেলা হবে।ভারতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১১ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল।