3029

দৈনিকবার্তা-সিলেট, ২২ জুলাই ২০১৫: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বিকেল সোয়া ৩টায় সিলেট সদর উপজেলার বাদীআলী গ্রামে নিহত সামিউল আলম রাজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাজন হত্যার বিচার নেয়ার জন্য সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের নির্দেশও দেয়া হয়েছে। আর সেই আবেদন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনকে পিটানোর সময় অনেকেই পাশে দাঁড়িয়ে ছিলেন। তারা কোনো বাধা প্রদান করেন নাই। তাদেরও বিচার করা হবে।

বক্তব্যের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজন হত্যাকাণ্ড একটি হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনার পর ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করেছে- রাজনের কি অপরাধ ছিল? তাকে কেন হত্যা করা হলো? এই হত্যা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে নজর কেড়েছে।এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, রাজন খুনের ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল। তারা নিজ উদ্যোগে খুনিদের ধরে পুলিশে দিয়েছে। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নেয়নি। এতে বোঝা যায় এ এলাকার লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তি প্রিয়।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজনের ভাই সাজনের লেখাপড়ার জন্য ১ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।মন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাঁও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।এছাড়া বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, ডিআইজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মো.জয়নাল আবেদিন,সিলেট মেট্রোপলিটন পুলিশ কশিনার কামরুল আহসানসহ প্রশাসের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।