2mn3iu2r-e1407257862238

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুলাই ২০১৫: রপ্তানি উৎসাহিত করতে বিশ্বব্যাংকের সহায়তা ও বৈদেশিক মুদ্রার মজুদ থেকে দু’টি ঋণ তহবিল গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। দুই তহবিলের মোটা পরিমাণ হবে ৫০ কোটি মার্কিন ডলার।বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের একটি হোটেলে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে প্রাক-মুদ্রানীতি পরামর্শক সভায় এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল প্রমুখ।গভর্নর বলেন, নতুন দুটি তহবিলের একটি ৩০ কোটি ডলারের, যা নতুন কারখানা স্থাপন অথবা পুরনো কারখানা চালু করার জন্য দেয়া হবে। এতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ২০ কোটি ডলারের একটি ফান্ড গঠন করা হবে, যা শুধু পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করা হবে।তিনি জানান, বৈদেশিক মুদ্রা নির্ভর এ দুই তহবিলে সুদের হার হবে খুব কম। আসন্ন মুদ্রানীতিতে তহবিলগুলোর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।