Dakati

দৈনিকবার্তা-গাজীপুর, ২৮ জুলাই ২০১৫: গাজীপুরে সিটিজেন ক্যাবল লিমিটেড কারখানায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১৩টন প্রসেস কপার (তামার তার) লুট করে পিকআপ যোগে নিয়ে পালিয়ে যায়। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী ওই কারখানাটির মালিক ।কারখানার মালিক প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি এলাকাস্থ ওই কারখানায় মুখোশপরা একদল সশস্ত্র ডাকাত পিকআপ নিয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে হানা দেয়। ডাকাতরা কারখানার উত্তর পাশের দেয়াল টপকে ভেতরে ঢুকে এবং অস্ত্রের মুখে কারখানার ৩জন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে তাদের হাত-মুখ বেধে ফেলে। পরে তাদেরকে মারধর করে একটি কক্ষে আটকিয়ে রাখে। এসময় ডাকাতরা কারখানার দোতলায় থাকা ব্যবস্থাপক সামসুল আলমসহ তিন কর্মকর্তাকে একই কায়দায় ওই কক্ষে আটকে রাখে। পরে কারখানার স্টোর রুমের তালা কেটে ডাকাতরা প্রায় ১৩টন প্রসেস কপার (ইন্টারমিডিয়েট প্রডাক্ট) পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ব্যবস্থাপক সামসুল আলম কৌশলে তার বাধন খুলে ডাক-চিৎকার শুরু করলে পাশের কলোনীর শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে অন্যদের মুক্ত করে। লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮০লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।খবর পেয়ে মঙ্গলবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান ঘটনাস্থল পরিদর্শন করেন। জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মো. আবুল হাসেম জানান, এ ঘটনায় কারখানার লিগ্যাল এডভাইজার জাহাঙ্গীর আলম বাদি হয়ে মঙ্গলবার বিকেলে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।