firebig4

দৈনিকবার্তা-গাজীপুর, ২৯ জুলাই: গাজীপুরের এক কারখানায় বুধবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার তুলা প্রক্রিয়াকরণের মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের কাশিমপুর কাজী মার্কেট এলাকাস্থ ইউরোএশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডাষ্ট’র কারনে আগুন একতলা টিনশেড ভবনের ওই কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর এবং সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়।

আগুনে তুলা প্রক্রিয়াকরণের মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মাদার টেক্সটাইল লিমিটেডের প্রতিষ্ঠাণ ওই কারখানায় তুলা ও ঝুটকে প্রক্রিয়াকরন করে ফোম ও বিছানা তৈরী হয়।