Nepal-land-slide-11-June-2015

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুলাই: নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে বৃহস্পতিবার ২৪ জন নিহত এবং এক ডজনের বেশি নিখোঁজ হয়েছে। দেশটির তিনটি জেলায় বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।রাজধানী কাঠমান্ডুর পায় ১৫০ কিলোমিটার পশ্চিমে হিমালয়ের পাদদেশে কাশকি জেলায় উদ্ধার কর্মীরা ২০ জনের বেশি নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।ঘটনাস্থল থেকে কাশকি পুলিশ প্রধান কেদার রাজাউর বলেন, মৃতের সংখ্যা ২১ জনে উন্নীত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।তিনি এএফপিকে বলেন, দুর্যোগে ১৮ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, পার্শ্ববর্তী মায়াগদি ও বাগলুং জেলায় দু’টি ভূমিধসে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধসহ আরো তিন ব্যক্তির মৃত্যু হয়।