Thak Pic_2

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩১ জুলাই  ২০১৫: বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশের কৃষিতে এসিআই দীর্ঘদিন যাবৎ এ দেশের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নায়নের লক্ষে কাজ করে যাচ্ছে এবং কৃষি উপকরনের সহজলভ্য বাজার জাত করনের মাধ্যমে এ দেশে খাদ্য নিরাপত্তায় ব্যাপক অবদান রাখছে।সাম্প্রতিককালে এসিআই ক্রপকেয়ার ফ্লোরা নামক একটি পণ্য ব্যাপকভাবে কৃষকদের মাঝে পরিচিতি লাভ করেছে এবং ফ্লোরা ব্যবহার করে কৃষকেরা ধানের ফলন ২০% পযন্ত বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।এসিআই ক্রপকেয়ার সব সময় নতুন নতুন প্রযুক্তি কৃষকের মাঝে সববরাহ করে থাকে। সে ধারাবাহিকতায় নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে এসিআই বায়োমেক্স এম ১২ ইসি নামক একটি পণ্য বাজারে নিয়ে এসেছ্ েবায়োমেক্স এম হল ন্যাচারাল ব্যাকটেরিয়াল এক্সট্রক্ট যা শোষক,ছিদ্রকারী ও পাতা খেকো পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী বায়োরেশনাল সলিউশন ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গী, কৃষি অফিসার আয়োজনে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা ২০১৫ এর এসিআই ক্রপকেয়ারের স্টল পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলে উপরোক্ত তথ্য গুলো জানাতে পারলাম।উল্লেখ্য এসিআই ক্রপকেয়ারের আয়োজনে মেলার শেষদিন সকল চাষীদের নিয়ে মেলা প্রাঙ্গনে একটি কৃষক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাফীয়ার রহমান, পিপিআই এহসানউল্লাহ্ বাবুল উপস্থিত ছিলেন। মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফলদ,ওষধীসহ নানারকম বৃক্ষের চারাদিয়ে ষ্টোল সাজিয়েছে নার্সারী মালিকগণ।