1399113557Potuakhali-district-mep

দৈনিকবার্তা-পটুয়াখালী, ১ আগস্ট ২০১৫: দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় এমবিবিএস পরীক্ষায় “ক্যারি অন সিস্টেম” পুর্নবহাল রাখার দাবিতে পটুয়াখালীতে মানব বন্ধন অণুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এ মনব বন্ধন করে।মানব বন্ধন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বারাবর শিক্ষার্থীদের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রেরন করা হয়। ঘন্টাব্যাপী মানব বন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী জামিল খান, মাহ্ফুজুর রহমান, তানভির আহম্মেদ সোভন, ফারজানা সারমিন সৌমিসহ মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।