1438764597

দৈনিকবার্তা-জয়পুরহাট, ৫ আগস্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সংলগ্ন ভূঁইডোবা সাঁওতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে আজ ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার ২৪টি সোনার বারসহ একজনকে আটক করেছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তি হচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ছহির উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (৩৫)।অতিরিক্ত পরিচালক মেজর নাসীর ইমাম রুমী জানান, ওই ব্যক্তির মোটরসাইকেলের টুলবক্সের ভিতর থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৪শ’ গ্রাম। মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদে খবর পেয়ে হাবিলদার সোহেলের নেতৃত্বে বিজিবি সদস্যরা পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন ভূইডোবা সাঁওতালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মামুনুর রশিদকে আটক করে। সোনাগুলো ভারতে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।আটক মামুনুর রশিদকে সোনা চোরাচালান আইনে মামলা দায়ের সহ পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।