satkhira news phencidyl & private car recovery-26.08.13_16623_113132

দৈনিকবার্তা-বগুড়া, ০৬ আগস্ট, ২০১৫: বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি ভুট্টা বোঝাই ট্রাক থেকে ৫০০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় পুলিশ কাউকে আটক করতে না পারলেও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করেছে। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উক্ত পরিমান ফেন্সিডিল উদ্ধার করে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৩-০৭৬৯) বিপুল পরিমান ফেন্সিডিল পাচার হয়ে যাচ্ছে -এমন সংবাদ পেয়ে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় ট্রাকটি ধরতে পুলিশ অবস্থান নেয়। কিন্তু পুলিশি উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ ট্রাকের পিছু ধাওয়া করলে মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় ট্রাক থামিয়ে চালক, হেলপারসহ অজ্ঞাত পরিচয়ের ২-৩জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ট্রাকটি তল¬াশি করে পুলিশ এই পরিমান ফেন্সিডিল উদ্ধারসহ মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত সেই ট্রাকটি পুলিশ আটক করে। এদিকে বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।