ngonj-press-28735

দৈনিকবার্তা- নারায়ণগঞ্জ, ০৭ আগস্ট ২০১৫: নারায়ণগঞ্জের সাত খুন মামলার বাদি, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি প্রধানমন্ত্রীর কাছে তার জীবনের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার দুপুর বারোটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত বুকস গার্ডেন টাওয়ারে তার ফ্ল্যাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও সাত খুন মামলার মামলার বাদি কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি সাংবাদিকদের জানান, যেদিন তার স্বামীসহ শীতলক্ষ্যা নদীতে সাতজনের লাশ ভেসে ওঠে তখন তিনিসহ তার পরিবারের লোকজন শীতলক্ষ্যা নদীর তীরে লাশের খোঁজে ছিলেন। লাশ উদ্ধারের পর তারা লাশের ময়না তদন্তসহ লাশের দাফন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।

কিন্তু সম্প্রতি সেভেন মার্ডারের চার্জশীটের সময় বাদ দেয়া এজাহারভূক্ত আসামী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বহি:স্কৃত সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া ফিরে এসে এক বছর আগের ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা প্রায় সবাই সেভেন মার্ডার মামলার আসামী। অর্থ্যাৎ সেভেন মার্ডারের মামলাকে বাধাগ্রস্থ করতেই ইয়াসিন এ মামলা দায়ের করেছে বলে তিনি দাবী করেন।তিনি বলেন, ইয়াসিনের সহযোগিরা এসে তাদের পরিবারের কাছে বারো কোটি টাকা চাঁদা দাবীসহ হুমকি প্রদান করছে। গত তিন দিন আগে ইয়াছিন মিয়ার লোকজন আমাদের ৭ জন লোককে বাড়ি থেকে ধরে এনে আটকে রেখে নির্মমভাবে মারধর করেছে। বিউটি জানান, এসব ব্যাপারে তিনি জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি তার নিজের নিরাপত্তাসহ পরিবাবরের সবার নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার ও তার পরিবারের সবার নিরাপত্তা চেয়েছেন।