1435379180
দৈনিকবার্তা-টেকনাফ, ১৪ আগস্ট, ২০১৫ : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার এক লাখ ৬৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এ সময় মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দিনভর টেকনাফ পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে নাফ নদীর নতুন জেটিঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে ৭০ হাজার পিস উদ্ধার করা হয়। একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি চৌকির নায়েব সুবেদার আবুল কালামের নেতৃত্বে নাফ নদীর নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার সকালে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে নাফ নদীর ১ নং সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করে বিজিবি। আটক মিয়ানমারের নাগরিকরা হলেন—মংডু ডেইল পাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. আমান উল্লাহ (২৪) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ (২০)। এদিকে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল পুলিশ পৌরসভার কুলাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার আবু বক্করের ছেলে নূরুল আলমকে (২৩) আটক করেন।