unnamed

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ আগস্ট, ২০১৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত হয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যে বেগম জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। শিগগির তার লন্ডনে যাওয়া না-ও হতে পারে।দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বাংলাদেশ বার কাউন্সিলের নিবার্চনের জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিতের মূল কারণ। বুধবার রাতেই তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।জানা গেছে, চোখের চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শুক্রবার রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিলো।এ জন্য গত মঙ্গলবার তিনি ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের ভিসাসহ সফরের যাবতীয় প্রস্তুতিও প্রায় চূড়ান্ত।বুধবার দুপুরে ব্রিটিশ হাইকমিশন থেকে খালেদা জিয়ার ব্রিটিশ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ।উল্লেখ্য, এর আগে রমজান মাসে সৌদি আরবে ওমরার জন্য প্রস্তুতি নিয়েও হুট করে সফর বাতিল করেন খালেদা জিয়া।