1439802493

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ আগস্ট: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী চার বছরে ড্রোন ফ্লাইট চালনা বাড়াবে। ক্রমবর্ধমান সংঘাতময় এলাকায় গোয়েন্দা নজরদারি ও যুদ্ধ সক্ষমতা জোরদারে দেশটি এ পদক্ষেপ নেবে।উর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, পেন্টাগন বর্তমানে প্রতিদিন ৬১ টি ড্রোন ফ্লাইট পরিচালনা করে। ২০১৯ সালের মধ্যে তা কমপক্ষে ৯০ তে উন্নীত করা হবে।নতুন এ পরিকল্পনা ইউক্রেন, ইরাক, সিরিয়া, দক্ষিণ চীন সাগর ও উত্তর আফ্রিকারমত অঞ্চলে নজরদারি বাড়ানোর পাশপাশি পেন্টাগনের ড্রোন হামলার সক্ষমতা বাড়াবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ড্রোন কর্মসূচির বিস্তৃতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের ড্রোন কর্মসূচি নিয়ে সমালোচনাও রয়েছে। পর্যবেক্ষকদের মতে, ড্রোন হামলায় অনেক নিরাপরাধ বেসামরিক লোকের প্রাণহানি হচ্ছে।রোববার প্রকাশিত জার্নালের খবরে বলা হয়েছে, নিরপেক্ষ গোষ্ঠীর মতে, ড্রোন হামলায় কমপক্ষে ৩ হাজার লোক নিহত হয়েছে।যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বর্তমানে ড্রোন পরিচালনা করে। নতুন পরিকল্পনার আওতায় এ বাহিনী মার্কিন সেনাবাহিনী, বিশেষ অভিযান কমান্ড ও সরকারি ঠিকাদারদের সহায়তা পাবে।