doinikbarta-najrul

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: দল পুনর্গঠন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপি ফের আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মঙ্গলবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম এ সব কথা বলেন৷ মুক্তিযোদ্ধা

জনগণের সরকার না থাকায় সারাদেশে খুন, নির্যাতন ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ সামপ্রতিক সময়ে সংঘটিত সকল খুনের বিচার চায় বিএনপি৷সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই দ্রব্যমূল্যের উধর্্বগতি হচ্ছে বলেও দাবি করেন তিনি৷তবে তিনি অভিযোগ করে বলেন, সরকার আমাদের সভা-সমাবেশ করতে দেয় না৷ দল পুনর্গঠনেও নানাভাবে বাধা দিচ্ছে৷ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পুরে গোটা দেশকে কারাগারে পরিণত করে ফেলেছে৷

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না৷ বাজার নিয়ন্ত্রণে মনিটরিং নেই, তারা লুটপাটে ব্যস্ত৷ নির্বাচিত নন বলে জনগণের দুর্ভোগে সরকারে জবাবদিহিতাও নেই৷এ সময় তিনি বলেন, শেখ মজিবুর রহমানকে হত্যায় জাসদের কী ভূমিকা ছিল তা এদেশের জনগণ জানে৷ আওয়ামী লীগ এখন ক্ষমতায়৷ তারা বঙ্গবন্ধু হত্যায় জাসদ ও তাদের নেতাদের বিচার করতে পারে৷এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খানসহ মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷