rangamati

দৈনিকবার্তা-রাঙামাটি, ২৯ আগস্ট:  রাঙামাটির রাজস্থলীর একটি বাড়ি থেকে আটক আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন (২৫) ও বাড়ির মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শনিবার সকালে মামলাটি হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার। তিনি জানান, সন্ত্রাসদমন আইনে এই মামলা হয়েছে। আসামিদের শনিবার রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।মামলার অন্য আসামিরা হলেন- বাড়ির মালিক থাইল্যান্ড প্রবাসী ডা. রেমাংসুর এবং বাড়ির দুই কেয়ারটেকার মং চ ওয়াং (৩৯) ও চ সুইং অং মারমা (৪২)।

উল্লেখ্য, গত বুধবার তাইতংপাড়া কলেজ রোডের ডাক্তারবাড়ি থেকে অং নং ইয়ংকে আটক করে যৌথবাহিনী। পরে একই উপজেলার মব্বই পুনর্বাসনপাড়া থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করা হয়। অং নং ইয়ংকে আটকের পর দু’টি ঘোড়া, তিনটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম ও আরাকান আর্মির পোশাক জব্দ করা হয়েছিল।