02-09-15-lalbag-(18)

দৈনিকবার্তা-ঢাকা, ২ সেপ্টেম্বর: গত ০১/০৯/২০১৫ তারিখ রাজধানীর ইসলামবাগ ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশ এর ৩ ভূয়া সদস্যকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ৷ গ্রেফতারকৃতদের নাম মোঃ জাহাঙ্গীর আলম, এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানা৷ এদের মধ্যে এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানাকে ইসলামবাগ থেকে এবং জাহাঙ্গীর আলমকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ এ সময় তাদের হেফাজত হতে বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশ এর কার্যক্রমের ব্যবহৃত বিভিন্ন সদস্যদের ছবি সম্বলিত পরিচয়পত্র, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের ১০০, ৫০, ১০ টাকার স্ট্যাম্প, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশে ভর্তি ফরম, অপরাধীদের গ্রেফতার করার জন্য সিসি বহি, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের সভাপতির ছবি সম্বলিত বিভিন্ন কাগজপত্র, সদস্যদের জীবন বৃত্তানত্ম ফরম, সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন সনদপত্র, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের রেজুলেশন ও নীতিমালা, সদস্য নিয়োগের ফরম, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের হলফনামা, জরম্নরী সভার নোটিশ, আইডি কার্ড, কমিউনিটি পুলিশের বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ডিপ সাইন, বিভিন্ন প্রকার সিল, ভিজিটিং কার্ড, কমিউনিটি পুলিশের র্যাংক ব্যাজ ও গুরম্নত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি ভিডিও সিডি উদ্ধার করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা শহর এবং উপজেলা এলাকায় প্রায় ১৫ হাজার লোকের সঙ্গে পুলিশে চাকুরী দেওয়া, বেতন ভাতা, পেনশন, পস্নট বরাদ্দসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিপুল অর্থ আত্মসাত্‍ করে৷ এই কাজে তারা নিজেদেরকে মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে, পুলিশের পোষাক পরিয়ে এবং ডিএমপি’র মনোগ্রাম ব্যবহার করে ভূয়া আইডি কার্ড প্রদান করেছে৷ এইভাবে তারা নিরীহ জনগনকে ধোকা দিয়ে যা্িচছল৷

ডিসি (লালবাগ) মফিজ উদ্দিন আহম্মেদ এর নির্দেশনায়, এডিসি সঞ্জিত কুমার রায় এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) আর এম ফয়জুর রহমান এবং চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়৷ উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷