Gazipur-(2)- 07 September 2015-NU

দৈনিকবার্তা-গাজীপুর, ৭ সেপ্টেম্বর, ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর নোমান উর রশীদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সেশনজট নিরসনে যে ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করেছে তা যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে। আগামী ২০১৮ সালের মধ্যে বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ন সেশনজট মুক্ত। এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সকল কলেজের অধ্যক্ষ ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের বোর্ডবাজারস্থিত ক্যাম্পাসে অনুষ্ঠিত বিভাগীয় দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্যকালে এ কথা বলেন।

প্রফেসর নোমান উর রশীদ আরো বলেন, MCQ পদ্ধতির ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই সম্ভবপর হয় না। সে বিবেচনায় এসএসসি ও এইচএসসি’র মতো ২ টি বৃহৎ পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বাস্তবায়নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় ব্যয়িত সময় কমিয়ে আনা সম্ভব হবে।অনুষ্ঠিত সভায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ডিন, রেজিস্ট্রারসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।