Gazipur-(2)- 08 September 2015-DUET News

দৈনিকবার্তা-গাজীপুর, ০৮ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকগণ মঙ্গলবার কর্মবিরতি ও র‌্যালি করেছে। প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র পে-স্কেল ঘোষনার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সকালে কর্মবিরতি পালন করে। পরে আন্দোলনরত শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এক শোভাযাত্রা বের করে ক্যাম্পাস প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এর আগেও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে গত ২৮ মে মানববন্ধন, ১৮ জুন দু’ঘন্টার কর্মবিরতি, ২৮ জুন মানববন্ধন, ১৬ আগস্ট ও ৩১ আগস্ট তিন ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। এরই ধারবাহিকতায় গতকালের কর্মসূচী পালন করা হয়।