2015_09_08_11_58_33_wxY7npV4Cw6AWvE9rpKjPSZZJmaSdq_original

দৈনিকবার্তা-ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০১৫: মিশরের সমস্যা কবলিত সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে পরিচালিত সেনা অভিযানে কমপক্ষে ২৯ জঙ্গি নিহত হয়েছে।মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, সোমবার থেকে সিনাইয়ের রাফা, শাইখ জাওয়াযেদ ও আল আরিশ শহরে ব্যাপক সেনা অভিযান শুরু হয়েছে। এই অভিযানে কমপক্ষে ২৯ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া জঙ্গিদের ব্যবহৃত বেশ কিছু গাড়ি ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়েছে।

২০১১ সালের জানুয়ারিতে স্বৈরাচারী শাসক হোসনি মোবারকের পতনের পর থেকে দেশটির উত্তর সিনাই অঞ্চলটিতে একাধিকবার ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। তবে ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। তাদের হামলায় ছয় শতাধিক সেনা-পুলিশ নিহত হয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তারে ওই অঞ্চলে নিয়মিত সেনা অভিযান চালিয়ে থাকে মিশর।