Gazipur-(2)- 09 September 2015-Digital Mela

দৈনিকবার্তা-গাজীপুর, ৯ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরে বুধবার দু’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। বেলুন উড়িয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল মেলার উদ্বোধন করেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ।এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জহিরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রানীসহ স্থানীয় সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা, আইসিটি এক্সপার্ট, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ইন্টারনেট, ইমেইল, অনলাইন তথ্য বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা ও সরকারী কার্যালয়ের উদ্যোগে ১২ টি স্টল সাজানো হয়।

এছাড়া একই দিন সকালে কালিয়াকৈর উপজেলা চত্বরে ডিজিটাল মেলার উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ইন্টারনেট, ইমেইল, অনলাইন তথ্য বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা ও সরকারী কার্যালয়ের উদ্যোগে ২০ টি স্টল সাজানো হয়। দু’টি ডিজিটাল মেলাই শেষ হবে আজ বৃহস্পতিবার।