doinikbarta-teachers

দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ সেপ্টেম্বর ২০১৫ : গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্তির দাবীতে নন এমপিওভুক্ত শিক্ষকেরা মানববন্ধন করেছে। শ্রীপুর উপজেলা নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদ এ কর্মসুচীর আয়োজন করে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পল্লী বিদ্যুৎ মোড়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রীপুর উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় সর্বোচ্চ ২৩ বছর। অংশগ্রহণকারী শিক্ষকেরা এসব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির আওতায় এনে শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার জন্য সরকারের কাছে দাবী জানান। এসময় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা হুমকি দিয়ে বলেন, শীঘ্রই দাবী মেনে নেয়া না হলে ঈদের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলন কর্মসুচী ঘোষণা দেয়া হবে। এসময় সংগঠনের সভাপতি আজহার হোসেন তালুকদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু শাহীন শাহ্জাহান, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে শিক্ষকদের একটি র‌্যালী মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।