6th-Muhit_thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: আগামীতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর মেলা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান৷আয়কর মেলা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মেলায় করদাতাদের সঙ্গে কথা বলে জেনেছি মানুষ হয়রানি ছাড়াই রিটার্ন জমা ও কর দিতে পারছেন৷এক প্রশ্নের জবাবে তিনি বলেন,মেলার পরিধি এবারও বাড়ানো হয়েছে৷ এ ধরনের উদ্যোগ করদাতা বাড়াতে সহায়তা করবে৷ আগামীতে করমেলার সময়-পরিধি বাড়ানো হবে৷ এদিকে, রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়োজিত আয়কর মেলার ৬ষ্ঠ দিনের শেষ বিকেলে করদাতাদের উপচেপড়া ভিড়ে মুখরিত ছিল মেলা প্রাঙ্গন৷ গত কয়েক দিনের তুলানায় সকাল থেকে একটু দূর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও করদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মত৷

সোমবার মেলার শেষ বেলায় মেলায় এসেছেন সরকারি ব্যাংকে কর্মরত জাহাঙ্গীর আলম৷ তিনি বলেন, গতকালই মেলায় আসতে চেয়েছিলেন৷ কিন্তু অতিরিক্ত বৃষ্টি থাকায় আসতে পারিনি৷ তাই আজ অফিস থেকে একটু আগে ছুটি নিয়ে মেলায় এসেছি৷ আয়কর রিটার্ন দাখিল করার জন্য৷ আগামীকাল আবার ঈদের ছুটিতে দেশের বাড়ি যাবোএদিন পুরো মেলা প্রাঙ্গনে করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ বিশেষ করে রিটার্ন দাখিলের বুথে একটু বেশী ভিড় লক্ষ্য করা গেছে৷ লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করছেন ও তাদের আয়কর জমা দিচ্ছেন শতশত আয়কর দাতা৷ এদিকে সোস্যাল মিডিয়া সংলাপের পর এবার বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে৷ আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে এই সভা আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)৷ এর মধ্যে সভায় বিভিন্ন ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদকরা উপস্থিত হয়েছে৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত হলেও জরুরি কাজ থাকায় তিনি সবার সঙ্গে সাক্ষাত্‍ করে চলে যান৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান৷এর আগে গত ১২ সেপ্টম্বর আয়কর মেলায় সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপের আয়োজন করেছিল এনবিআর৷ সংলাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ সাতদিন ব্যাপী আয়োজিত আয়কর মেলা আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে৷ আয়কর মেলা থেকে পঞ্চম দিন শেষে ২৪১ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৮৯ টাকা আয়কর আদায় হয়েছে৷ যা পাঁচ দিনে ১ হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকা আয়কর আদায় হয়েছে৷ পঞ্চম দিনে ১ লাখ ৮ হাজার ৮৫৯ জন করদাতাকে সেবা দেয়া হয়েছে৷ আয়কর রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ৯৮৮ জন করদাতা৷

প্রতিবন্ধী নজরুল ইসলাম ভাতিজা সুমনের সহায়তায় মেলায় রিটার্ন দাখিল করতে এসেছেন৷ গত দু’দিন বৈরী আবহাওয়ার কারণে আসতে পারেনি৷ সোমবার আবহাওয়া খুব ভালো না থাকলেও এসে দ্রুত সেবা পেয়ে খুশি৷তিনি বলেন, মেলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ রাখায় হয়রানি নেই৷ তিন বছরে ধরে কর দেই৷ দিন দিন মানুষের মধ্যে কর দেওয়ার উত্‍সাহ দেখে ভালোই লাগছে৷মিরপুর থেকে প্রথমবারের মতো পরিবারের দু’জনের আয়কর রিটার্ন দাখিল করতে এসেছেন মোয়াজ্জেম হোসেন৷ শেষ সময়ে ভিড় কম থাকবে বিধায় আজ আসা৷ মোয়াজ্জেম বলেন, প্রথম বছর স্ত্রী ও নিজের আয়কর রিটার্ন দাখিল করতে আসলাম৷ নতুন হওয়ায় ভাবলাম শেষ সময়ে এলে একটু সময় নিয়ে সব জেনে লিখতে পারবো৷ কিন্তু শেষ সময়ে এত ভিড় হবে জানলে আগেই আসতাম৷ তবে রিটার্ন ফরম পূরণ, কর জমা থেকে সর্বক্ষেত্রে সেবা পেয়ে ভালো লাগছে৷ আগামী বছর থেকে প্রথমে আসবো৷ মেলায় রিটার্ন জমা দিয়ে উত্‍সবমুখর পরিবেশে কর প্রদান ও সেবাগ্রহণ ঘুরে ঘুরে দেখছেন গুলিস্তানের পীর ইয়ামীনি মার্কেটের ব্যবসায়ী আনিসুর রহমান৷তিনি বলেন, গত ১০ বছর ধরে ব্যবসা করি, কর দেই৷ কর বিষয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিলো মেলায় কর প্রদান দেখে তা মনে হচ্ছে না৷ আগে কর অঞ্চলে রিটার্ন জমা দিতাম৷ গত দু’বছর ধরে শেষ সময়ে মেলায় জমা দেই৷ মেলায় কোন হয়রানি ছাড়াই ভালো সেবা পাওয়া যায়৷