1442825591

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: আসন্ন কোরবানি ঈদে ঢাকা দক্ষিণ সিটির আওতাভুক্ত এলাকায় যখনই বজর্্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তা অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন৷ মেয়র বলেন, আমাদের প্রস্তুতি চূড়ান্ত৷কোরবানি ঈদে ঢাকা শহর পরিস্কার থাকবে৷ দিনের বেলায় যেসব বজর্্য উত্‍পিন্ন হবে সন্ধ্যার মধ্যে সেগুলো অপসারণ করা হবে৷

সোমবার দুপুরে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে সংশ্লিষ্ট এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান৷সাঈদ খোকন বলেন, ঈদের পরেও রাজধানীতে ৩ দিন ধরে কোরবানি চলে৷ এ ক্ষেত্রে যেদিন যত বজর্্য উত্‍পন্ন হবে তা আমরা সঙ্গে সঙ্গে পরিস্কার করবো৷ বজর্্য অপসারণে আমাদের চূড়ান্ত প্রস্তুতি রয়েছে৷

জাপান রাষ্ট্রদূত মাসাতু ওয়াতানাবী এসময় বলেন, জাইকার অর্থায়নে সিটি করপোরেশনের বজর্্য ব্যবস্থাপনার যে কাজ চলছে এটি নিয়মিত চলবে৷ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ৷ জাইকা বজর্্য ব্যবস্থাপনায় ঢাকা সিটি করপোরেশনকে সহযোগিতা করে যাবে৷