সিরীয় সংকট নিয়ে সৌদি বাদশাহ’র সাথে কথা বললেন পুতিন

দৈনিকবার্তা-মস্কো, ২৭ সেপ্টেম্বর ২০১৫ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরীয় সংকট সমাধানের উপায় নিয়ে সৌদি বাদশাহ সালমানের সাথে কথা বলেছেন। জাতিসংঘে সিরিয়া নিয়ে ভাষণ দেয়ার মাত্র দু’দিন আগে পুতিন শনিবার এ বিষয়ে কথা বললেন। ক্রেমলিনের ওয়েব সাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে উভয় নেতা আঞ্চলিক নিরাপত্তা বিষয়সহ সিরিয়ার সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। এতে আরো বলা হয়, উভয়ে তথাকথিত ইসলামিক স্টেটসহ অন্যান্য জঙ্গি গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরো কার্যকরভাবে গড়ে তোলার বিষয়েও কথা বলেন। উল্লেখ্য, কয়েক দশক ধরে দামেস্ক সরকারের সমর্থক রাশিয়া গত সাড়ে চার বছরে দেশটির যুদ্ধাবস্থাতেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দৃঢ়ভাবেই রয়েছে। দেশটির চলমান সহিংসতায় এ পর্যন্ত দুই লাখ ৪০ হাজার লোক প্রাণ হারিয়েছে।

এদিকে গত সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস বিরোধী যে বিমান হামলা শুরু করেছে তাতে সৌদি আরবও অংশ নিয়েছে। দেশটি জোর দিয়ে বলেছে, তারা কখনই আসাদ সরকারকে সমর্থন দেবে না। ভøাদিমির পুতিন সোমবার জাতিসংঘে ভাষণকালে সিরিয়া বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে তিনি জোট সম্প্রসারণের কথা বলবেন যাতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আসাদের সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা যায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও বৈঠক করবেন। গত দু’বছরের মধ্যে এটি হবে তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।