রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৫ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন সোমবার বলেছেন, জিহাদি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার নেতা বাশার আল-আসাদের বাহিনীর পক্ষে বিমান হামলা চালানোর সম্ভাবনা মস্কো একেবারে উড়িয়ে দিচ্ছে না।

নিউইয়র্কে জাতিসংঘে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এ হামলার ব্যাপারে চিন্তাভাবনা করছি। আমরা বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে এটি যদি আমাদের করতেই হয়, তাহলে আন্তর্জাতিক বৈধ নিয়ম পুরোপুরি মেনেই আমরা তা করবো।স্থল বাহিনীর ব্যাপারে পুতিন বলেন, তারা যুদ্ধে এ বাহিনীর সৈন্য ব্যবহার করবে না।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, ‘সিরিয়ার সামরিক বাহিনীকে আরো কিভাবে সহযোগিতা করা যায় আমরা সে ব্যাপারে চিন্তাভাবনা করছি।’