angus deaton+jugantor_336180

দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৫: এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ব্রিটিশ-মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক অ্যাঙ্গাস ডিটন।সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়।দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য অ্যাঙ্গাস ডিটন এ পুরস্কার পান।সংবাদ সম্মেলনে বলা হয়, ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে বিশ্লেষণের জন্য তাকে এ সম্মাননা দেয়া হলো।অ্যাঙ্গাস ডিটন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক।গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ তিরোল। বাজার অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবাদের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।