image_142282_0

দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৫: স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় গত ১৩ আগস্ট৷ সোমবার (১২ অক্টোবর) কাটছাট ছাড়াই ছাড়পত্র পেলো ছবিটি৷ পরিচালক জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে এটি৷ ছবিটি একযোগে দেখতে পাবেন দুই বাংলার দর্শকরা৷ জানা গেছে, আগামী ২০ অক্টোর ছবিটির টিজার প্রকাশ করা হবে৷ এরপর আসবে গানের অ্যালবাম৷ ধারাবাহিকভাবে ছাড়া হবে আইটেম নাম্বারসহ অন্যান্য গানের ভিডিও৷ কয়েকদিন আগে ছবিটির অসম্পাদিত টিজার আর আইটেম গানের ভিডিও ফাঁস হয়ে গিয়েছিলো অনলাইনে৷ পরে অবশ্য ওগুলো সরিয়ে ফেলা হয়৷

পরবাসিনী’কে বলা হচ্ছে, বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র৷ এর গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই স্বপন আহমেদের৷ রেগে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন ইমন, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদার, কাজী উজ্জ্বল, অপ্সরা আলী, দাউদ হোসাইন রনি, সোহেল খান, চাষী আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রবিরঞ্জন মৈত্র, ফরাসি অভিনেতা হাভিয়ার বোনাত্রে প্রমুখ৷ এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা (মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২)৷