????????????????????????????????????

দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৫: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে ম্লান করার জন্যই বিদেশী নাগরিকদের হত্যা করা হয়েছে৷তিনি বলেন, বিদেশী নাগরিক হত্যা শুধু জঙ্গিগোষ্ঠীর কাজ নয়৷ গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে৷আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের নিয়ে বিএনপি এ ষড়যন্ত্র করছে৷

ড. হাছান মাহমুদ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু প্রজম্ম লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘ চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ অর্জন ও আমাদের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও বঙ্গবন্ধু প্রজম্ম লীগের উপদেষ্টা এম এ করিম ৷বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সফল সরকার প্রধানই নন, তিনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ৷তিনি বলেন, সেজন্যই জাতির পিতার কন্যার পক্ষে এত বিরল অর্জন সম্ভব হয়েছে৷ কেননা তিনি শুধু কর্মপরিকল্পনা গ্রহণ ও বাসত্মবায়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেকোন সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেছেন৷

হাছান মাহমুদ বলেন, দেশ যখন অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে৷বিএনপিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উলেস্নখ করে তিনি বলেন, দয়া করে আপনারা দেশকে পাকিসত্মান বা আফগানিসত্মান বানাবেন না৷ অতীতে আপনারা যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্ভর রাজনীতি করেছেন তার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চান এবং গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন৷জঙ্গিবাদীদের হাত থেকে দেশকে রৰার জন্য এক্যবদ্ধভাবে কাজ করতে তিনি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সকলের প্রতি আহবান জানান৷