চট্টগ্রামের-মিরসরাইয়ে-চালবাহী-ট্রাক-খাদে-নিহত-৭-600x338

দৈনিকবার্তা-মিরসরাই, ১২ অক্টোবর ২০১৫: মিরসরাই উপজেলায় চাউলবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় তাসনীম প্রপ্রার্টিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ১১ যাত্রীর মধ্যে দুর্ঘটনায় নিহত হয় ৭ যাত্রী। নিহতরা হলো নওগাঁ জেলার আত্রাই থানার উত্তর বিল গ্রামের অপি মন্ডলের পুত্র কালাম মিয়া (৪৫), বান্দাইখাড়ার উত্তর বিল গ্রামের রিয়াজ রহমানের পুত্র সাইদুর রহমান (৪০), বৌপাড়া জামগ্রামের আইন উদ্দিনের পুত্র মনির উদ্দিন (৪৫), বান্দাইখাড়া উত্তর বিল গ্রামের জিয়াউল হকের পুত্র রুবেল হক (২৫), বান্দাইখাড়া উত্তর বিল গ্রামের সাদেকুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫), বান্দাইখাড়া উত্তর বিল গ্রামের মোহাম্মদ নুরের পুত্র মোহাম্মদ আলম (৩০) এবং বগুড়া জেলার আদমদিঘী থানার কালাইগাড় গ্রামের আনসার আলীর পুত্র আজাদ আলী (২৫)।

আহতরা হলো এলাহী, সাইফুল ইসলাম, ইয়াছিন ও শাহ আলম। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশংকা মুক্ত। নিহত ও আহতরা সবাই দিনমজুর। তারা নওগাঁ থেকে রবিবার দুপুর ১ টার সময় ট্রাকে করে চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় দিনমজুরের কাজ করার জন্য যাচ্ছিল।বেঁচে যাওয়া ৪ জনের মধ্যে একজন যাত্রী ইয়াছিন। তিনি জানান, ট্রাক চালক মোস্তাকিম ঘুমে ছিল। হেলপার চোখে রাজ্যের ঘুম নিয়ে ড্রাইভিং করছিল। হেলপার চলন্ত অবস্থায় যখন হঠাৎ ঘুমিয়ে যায়। তখন ট্রাক উল্টে রাস্তার বাইরে চলে যায়। চালকের অবহেলায় ৭ টি তাজা প্রাণ চিরদিনের জন্য ঘুমিয়ে যায়।

তিনি আরো বলেন, ট্রাক চালকের চোখে ঘুম আসার কারণে ফেনী থেকে সে সহকারীকে ট্রাকটি চালানোর জন্য দেয়। এসময় আমরা তাকে চালাতে না দেওয়ার জন্য বললে চালক আমাদের কথা শুনেননি। বেশ কয়েকবার সহকারী চোখে ঘুম নিয়ে এলোমেলো গতিতে গাড়ি চালিয়ে ব্রেকও দিচ্ছিল। তখনও আমাদের কথা শুনেনি। পরবর্তীতে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় এলে কোনকিছু না বুঝে উঠার পূর্বেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল।

ভোরে ট্রাকটি জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ১১ যাত্রীর মধ্যে ৭ জন ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরো ৪ জন। ঘটনারপর চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। চালকের পরিবর্তে ট্রাকটি তার সহকারী চোখে ঘুম নিয়ে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।তিনি আরো বলেন, মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, জোরারগঞ্জ থানা ও জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ সদস্যের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও দুর্ঘটনার শিকার ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।