কঠোর গোপনীয়তায় জাপানি নাগরিক কুনিওর দাফন

দৈনিকবার্তা-রংপুর, ১৩ অক্টোবর ২০১৫: দীর্ঘ ১০ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরের মাটিতেই শেষ ন্দ্রিায় শায়িত হলেন দুর্বৃত্তদের গুলিতে নিহত ধর্মান্তরিত জাপানি নাগরিক হোশি কুনিও ( গোলাম কিবরিয়া)। সোমবার রাত সাড়ে চারটার দিকে কঠোর গোপনীয়তার মধ্যে নগরীর মুন্সীপাড়া কবরস্থানে হোশির দাফন সম্পন্ন করা হয়।মঙ্গলবার হোসি কুনিওকে ( গোলাম কিবরিয়া) দাফন করা হবে এমন খবর জানা গেলেও দুপুর সাড়ে ১২টার দিকে হোশি কুনিওর দাফন রাতেই সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্দু তালুকদার।

অন্যদিকে, দুপুর এগারোটায় সাংবাদিকদের হোশিওর দাফনের বিষয়টি সম্পন্ন করা হয়েছে বলে জানান রংপুরের জেলা প্রশাসন রাহাত আনোয়ার।জেলা প্রশাসক বলেন, ‘নিহত জাপানি নাগরিক হোশি কুনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ কারণে জাপানি দূতাবাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল, যাতে রংপুরেই তার দাফন করা হয়। এছাড়া সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোশি কুনিওর লাশ দাফনের বিষয়ে নির্দেশনা পাওয়ার পরই দাফনের সব ব্যবস্থা সম্পন্ন করা হয়।এদিকে, কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে জাপানি নাগরিক হোশি কুনিওর লাশ দাফন হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন মহলে। এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সাংবাদিকদের জানান, রাত ২টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হোশি কুনিওর লাশ দাফনের জন্য আমার কাছে অনুমতি চাওয়া হয়। তিনি তাদের অনুমতি দিলেও জানাজা ও দাফন কাজে অংশ নেননি বলে জানান।এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার সময় হোশি কুনিওর লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোর চার থেকে সাড়ে চারটার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সামনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা ও দাফন কাজে জাপানি দূতাবাসের কর্মকর্তাসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্দু তালুকদার, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে, লাশ দাফনের পর থেকে মুন্সিপাড়া কবরস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। তবে এখনো হোশি কুনিওর কবর চিহ্নিত করে কোনো নাম সাঁটানো হয়নি।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর শনিবার রংপুর মহানগরীর উপকণ্ঠে কাউনিয়ার আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হোশি কুনিওর লাশ দশ দিন ধরে রংপুর মেডিকেল কলেজের হিমঘরে পড়েছিল।এদিকে, হোশি হত্যা মামলায় ৫ জনকে আটক করা হলেও এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই দুজনের মধ্যে হোশি কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির হীরা পুলিশের হেফাজতে এখনো রিমান্ডে আছেন। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। অন্যদিকে, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবকেও একই দিন ১০ দিনের রিমান্ডে নেয়া হলেও চারদিনের মাথায় রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।