4637_l-u.thumbnail

দৈনিকবার্তা-ঝিনাইদহে, ১৩ অক্টোবর ২০১৫: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রাম থেকে আঙ্গুরা খাতুন ( ২২) এক নারির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে পুলিশ এ মৃতদেহ উদ্ধার করে। সে ওই গ্রামের আবু বকরের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী আবু বকর পলাতক রয়েছে। মৃত আঙ্গুরার বাবা শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের নুরুল ইসলাম জানান, তার মেয়ের সাথে আবু বকরের বিয়ে হয় ৩ বছর আগে। আবু বকরের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এটি তার দ্বিতীয় বিয়ে। অগের স্ত্রীর দুটি শিশু সন্তান আছে। বিয়ের পর জামাই আঙ্গুরাকে নির্যাতন করত। প্রায়ই তার কাছে টাকা দাবি করত। জামাই তার সাথেও ভাল ব্যবহার করত না। সোমবার রাত ১টার দিকে খবর দেওয়া হয় মেয়ে আসুস্থ। জামাই বাড়ি এসে দেখতে পান মেয়ের লাশ। তিনি দাবি করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার এস আই (উপ-পরিদর্শক) এমদাদ হোসেন বলেন, লাশ দেখে সন্দেহ হয়। একটি অপমৃত্যু মামলা করে লাশ উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পোষ্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। ময়নাত তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।