1444719722

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ অক্টোবর ২০১৫: নাশকতার ৯ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত৷ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নো অর্ডার’ আদেশ দেন৷ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা৷

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির৷ এদিকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন একই আদালত৷ সমপ্রতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ থেকে মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৯ মামলায় জামিন পান আমান৷ গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ মামলাগুলো দায়ের করে৷