Jhenaidah Barobazar (9)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ১৪ অক্টোবর ২০১৫: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে অবশেষে রেল লাইনের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশির বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) উত্তম কুমার রায়। উচ্ছেদ অভিযানের সময় রেলওয়ের নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয়।ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারি কমিশনার উত্তম কুমার রায় জানান, কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের উপর মাছ বাজার, দুপাশে পাকা অবৈধ স্থাপনা তৈরি করেছিল কিছু লোক।

গত ২০১৪ সালের ১লা আগষ্ট বরযাত্রী বাহি বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়। ওই সময় তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত রিপোটে উল্লেখ করা হয় দুর্ঘটনার প্রধান একটি কারনের মধ্যে অবৈধ স্থাপনা। এর পর রেলওয়ের পশ্চিম জোনের সিও রাফিউল ইসলাম ও সার্ভেয়ার শহিদুজ্জাান রেলওয়ের জায়গা মেপে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলার জন্য লাল ক্রস চিহ্ন দিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ১টি দ্বিতল বাড়ি ও ৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রেল লাইনের দুধারের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। সবগুলো উচ্ছেদ করা হবে।