mirza

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫: এদেশে গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন,এদেশে গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি এবং যাবে না৷ যত নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, সেই নির্যাতন-নিপীড়ন সব কিছুকে উপেক্ষা করে এদেশের গণতান্ত্রিকামী মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে-এটাই বাস্তব কথা৷বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডনে চিকিত্‍সারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন৷ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেই গণতান্ত্রিক আন্দোলনের লক্ষে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন বলে মন্তব্য করেন দলটি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ফখরুল বলেন, শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, দেশের ১৬ কোটি মানুষ আজ সরকারের নির্যাতনের শিকার৷ দেশে আজ কঠিন সময় অতিক্রম করছে৷তিনি বলেন, সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্যাতিত মানুষকে মুক্ত করতে বেগম খালেদা জিয়া দেশে ফিরে সকল শ্রেণি- পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন৷

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলের মধ্যে ঐক্য অটুট রেখে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একে একে আমাদের সমস্ত অধিকারগুলো হরণ করা হয়েছে৷ এই কঠিন সময় যখন আমাদের দলের শুধু নয়, সারা দেশের অসংখ্য মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, নিহত হয়েছে, কারারুদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে৷ গণতন্ত্রকে পূনরায় ফিরিয়ে নিযে আসবার জন্যে তখন যেটি সবচেয়ে বড় প্রয়োজন তা হচ্ছে আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা এবং একই সঙ্গে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা
মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে কঠিন সময় চলছে তা কেবলমাত্র বিএনপির নয়, এটা ১৬ কোটি জণগণের৷ নির্যাতন ভোগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ সে সংগ্রাম এখনো অব্যহত রয়েছে৷

তিনি বলেন, সারা দেশে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন৷ এই সংকটে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য অটুট রাখা৷ তাই জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে৷তিনি আরো বলেন, জনগণের সব অধিকার হরণ করা হয়েছে৷ খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করছি৷ আমরা সবাই অপেক্ষা আছি৷ আশা করি সুস্থ হয়ে তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন৷ দেশে ফিরে খালেদা জিয়া সঠিক পথে নেতৃত্ব দেবেন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফকরুল বলেন, তার সঠিক নেতৃত্বের কারণেই বিজয় সুনিশ্চিত হবে৷ দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান প্রমুখ৷