kader

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরআগামী পয়লা জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া সারা দেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না৷ তাই ৩১ ডিসেম্বরের মধ্যে সব যানবাহনকে ডিজিটাল নম্বরপ্লেট(রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট)ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে৷ বুধবারই এ-সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি হচ্ছে৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন৷এ সময় মন্ত্রী বলেন, অনেক পরিবহনেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে৷সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারনিয়ন্ত্রিত বিআরটিসির কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি৷ তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে৷মন্ত্রী বলেন, আমার ধারণা প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে৷ যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমি পরিবহন মালিকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি৷

সমপ্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ডিটিসিএর আওতাধীন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করেছে৷ মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রয়েছে৷ বিআরটিএর মোবাইল কোর্টসমূহ প্রতিনিয়ত কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কোর্টের অভিযান অব্যাহত থাকবে৷ওবায়দুল কাদের জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এডিপি বাস্তবায়নে অতীতের শম্বুক গতির বৃত্ত থেকে বেরিয়ে এসেছে৷ পরপর দুবছর শতভাগ এডিপি বাস্তবায়নের মধ্যদিয়ে ব্যবস্থাপনা ক্ষেত্রে এ মন্ত্রণালয় চমক সৃষ্টি করেছে৷ ২০০৯ থেকে ২০১৩ মেয়াদে ১২৬টি প্রকল্প সমাপ্ত হয়েছিল৷ সরকারের বর্তমান মেয়াদের প্রথম অর্থবছরে ৪৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৪০টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে৷

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো.ফিরোজ ইকবাল,বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম,বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷