bas-cng

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫: বুধবার নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দর্ূঘটনায় নিহত হয়েছে ৮ জন৷জানা গেছে, নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ অজ্ঞাত চারজন নিহত হয়েছেন৷ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন৷ আহতদের ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভৈরব থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাস নারায়ণপুর লালমিয়া ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুটো বাসই দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন মারা যান৷ স্থানীয় লোকজন কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ পরে হাসপাতালে আরও এক নারী মারা যান৷ ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম খবরটি নিশ্চিত করে বলেন, তাত্‍ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি৷ দুমড়ে মুচড়ে যাওয়া বাস দুটো আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে৷ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে৷

হাটহাজারী: হাটহাজারী পৌরসভার এগারো মাইল নামক এলাকায় একটি কয়লাবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে৷ গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকালে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় নিহতের লাশ দুইটি উদ্ধার করে৷ থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এগারো মাইলস্থ সুজা নগর ব্রিক ফিল্ডে কয়লা পরিবহনকারী একটি ট্রাক উল্টে যায়৷ সকালে দূর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সহযোগীতায় থানা পুলিশ ওই ট্রাকটি ও দূর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়া দুই শ্রমিকের লাশও উদ্ধার করে৷ নিহতরা হলেন লৰীপুর জেলার ভাবনিগঞ্জ থানার শরিফপুর এলাকার মো. ইউচুপের পুত্র মিলস্নাত (৩০) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আমির বাজার এলাকার নুর হোসেন এর পুত্র রোমান (২৪)৷

ফেনী: ফেনীতে বাস চাপায় প্রিয় রঞ্জন দাস (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে৷ গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিপাল এলাকায় এঘটনা ঘটে৷ নিহত প্রিয় রঞ্জন দাস সদর উপজেলার মধুপুর এলাকার সতিশ চন্দ্র দাসের ছেলে৷পুলিশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী একটি দ্রুত গতির বাস মহাসড়কের ফেনীর কালিপাল এলাকায় পথচারী প্রিয় রঞ্জন দাসকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃতু্য হয়৷ এসময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়৷ পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷ মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন৷

লামা : বান্দরবানের লামা উপজেলায় পিকআপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে আবু হান্নান (৫০) নামে এক লাকড়ী ব্যবসায়ী নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন৷ আহতরা হলেন, আজিজনগর সোলেমান পাড়ার মো. শাহজাহান (৬০) ও মো. বাবলু (২২)৷ বুধবার দুপুর ১টার দিকে গজালিয়া-আজিজনগর সড়কের সিপাহি আবদুর রাজ্জাক সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত আবু হান্নান আজিজনগরের মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আরশাদ আলীর ছেলে৷

প্রত্যৰদর্শী সূত্র জানান, বুধবার দুপুর ১টার দিকে আজিজনগরের বাছুরী পাড়া থেকে ব্যবসায়ী আবু হান্নান পিকআপ গাড়িতে লাকড়ী বোঝাই করে আজিজনগর বাজারে নিয়ে যাচ্ছিলেন৷ এ সময় গাড়িটি সড়কের সিপাহি আবদুর রাজ্জাক সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৩০০ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়৷ এতে লাকড়ী ব্যবসায়ী আবু হান্নান ঘটনাস্থালে নিহত ও অপর দুইজন আহত হন৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করেন৷ দূর্ঘটনার পর গাড়ি চালক মো. ফারম্নক হোসেন (৪০) পালিয়ে যায়৷

`ত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনায় পতিত গাড়িটি জব্দ করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷