151013100613_bangladesh_mp_liton_child_shooting_case_court_640x360_focusbangla_nocredit

দৈনিকবার্তা-গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), ১৪ অক্টোবর ২০১৫: আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছে আপিল বিভাগ৷ ডেপুটি এটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের জানান, ফলে সংসদ সদস্য লিটনকে গ্রেফতারে আর কোনো আইনগত বাধা নেই৷বুধবার হাইকোর্টের দেয়া নির্দেশনা বিষয়ে রাষ্ট্রপক্ষের আনা আবেদনের শুনানি শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নির্দেশনাটি স্থগিত করে আদেশ দেন৷ আবেদনের পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷সংসদ সদস্য লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের বিষয়ে রাষ্ট্রপক্ষ আবেদন দাখিল করে৷

এর্টনি জেনারেল মাহবুবে আলম সংসদ সদস্য লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ সংক্রানত্ম হাইকোর্ট আদেশ বিষয়ে আনা আবেদন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতে গতকাল উপস্থাপন করেন৷ এ সময় লিটনের আইনজীবী সময়ের আবেদন করেন৷ পরে আদালত শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করে দেন৷ এর্টনি জেনারেল সাংবাদিকদের বলেন, লিটনকে গ্রেফতারে আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতা কাটাতে এ আবেদন করা হয়৷ সংসদ সদস্য মঞ্জুরম্নল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন নামঞ্জুর করে গত সোমবার আদেশ দেয় হাইকোর্ট৷ একইসঙ্গে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়৷ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদন বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেয়৷ লিটনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোখছেদুল ইসলাম৷ রাষ্ট্রপক্ষে জামিন আবেদন বিরোধিতা করে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ গত ২ অক্টোবর ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)৷ ওই শিশু এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিত্‍সাধীন রয়েছে৷

ঘটনার পরদিন আহত শিশু সৌরভের বাবা সংসদ সদস্য লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন৷ ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন প্রার্থনা করে আবেদনটি দাখিল করা হয়৷শিশুকে গুলির ঘটনার পর সংসদ সদস্য লিটনের লাইসেন্স করা দুটি অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেয়া হয়৷ পরে জেলা ম্যাজিস্ট্রেট সংসদ সদস্য লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন৷