2015-10-15_3_555370

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ অক্টোবর ২০১৫: দক্ষিণ সুদানে একটি শান্তিচুক্তি সত্ত্বেও গৃহযুদ্ধ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে কয়েক হাজার নারী ধর্ষিত, খুন বা অপহৃত হয়েছে।বৃহস্পতিবার সাহায্য সংস্থাগুলোর একটি জোট একথা জানিয়েছে।এনজিও ফোরাম জানিয়েছে, দেশটিতে বেসামরিক মানুষের অবস্থা হতাশাজনক এবং যুদ্ধ পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।৩০০টির বেশি দক্ষিণ সুদানী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার সমন্বয়ে এনজিও ফোরাম গঠিত।দক্ষিণ সুদানের সৈন্য ও বিদ্রোহীরা শান্তিচুক্তি ভঙ্গের জন্য একে অপরকে দায়ী করছে। ২৬ আগস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় দেশটিতে বিবদমান দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়। ২২ মাস ধরে চলা এই গৃহযুদ্ধে এটা এ ধরনের অষ্টম চুক্তি।উভয় পক্ষের বিরুদ্ধেই জাতিগত হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।

এছাড়াও উভয় পক্ষের বিরুদ্ধে শিশু যোদ্ধা নিয়োগ ও তাদের হত্যা, নারীদের ব্যাপক হারে ধর্ষণ, নির্যাতন এবং বিভিন্ন এলাকা থেকে প্রতিপক্ষশূন্য করার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের অভিযোগও রয়েছে। দক্ষিণ সুদানে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকটি অঞ্চল দুর্ভিক্ষের প্রান্তে পৌছে গেছে।এছাড়া এখন পর্যন্ত দেশটিতে ৩০জনের বেশি সাহায্য কর্মী নিহত হয়েছেন।এনজিও ফোরাম সেপ্টেম্বরের প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, ‘লির, মায়েন্দিত ও কোচে অন্তত ১ হাজার বেসামরিক লোক নিহত, ১৩০০ নারী ধর্ষিত এবং ১৬০০ নারী ও শিশু অপহৃত হয়েছে।’বিগত ৬ মাসের নৃশংস ঘটনার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি লেখা হয়েছে।