1426698365

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৫ অক্টোবর ২০১৫: বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর হামলা করেছে স্বামীসহ শশুর বাড়ির লোকজন। বাধা দিয়ে গিয়ে আহত হয়েছে ৪ জন। পুলিশ গিয়ে অবরুদ্ধ নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করেছে। এব্যাপারে নির্যাতিতা গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।আহত ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের তোতা মোল্লার মেয়ে তানিয়ার সাথে একই উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ইউছুব আলী সরদারের ছেলে বাবুল সরদারের ছয় মাস পূর্বে পারিবারিক মতে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই গৃহবধূ তানিয়ার উপর যৌতুকের জন্য নির্যাতন চালাত স্বামীসহ শশুর বাড়ির লোকজন। ওই গৃহবধূ নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের এক মাস পরেই তার বাবার বাড়ি চলে আসে এবং তিন মাস পরে তার স্বামী বাবুল সরদারকে তালাক দেয়। তানিয়া বাবুলকে তালাক দেয়ার পরে তানিয়ার কাছে বাবুল ৮০ হাজার টাকা দাবী করে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে তালাকপ্রাপ্ত স্বামী বাবুলসহ ১০/১২ জন লোক তানিয়ার বাবার বাড়িতে গিয়ে তানিয়াকে খুঁজতে থাকে। এসময় তানিয়া পাশের হাজারী সরদারের বাড়িতে থাকায় তারা ওই বাড়িতে গিয়ে তানিয়ার উপর হামলা চালিয়ে আহত করে এবং বসত ঘর ভাংচুর করে ওই ঘরে অবরুদ্ধ করে রাখে। এসময় বাধা দিয়ে গিয়ে পারভীন বেগম ও লিজা আক্তারসহ ৪জন আহত হয়। এসংবাদ তানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে পুলিশ গিয়ে তানিয়াকে উদ্ধার করে। পুলিশ আসার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে তানিয়া তালাকপ্রাপ্ত স্বামী বাবুল সরদারসহ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।