news_img

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ঢাকা ২০১৫: বিদু্যত্‍ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ৷ ছাতকের টেংরাটিলা গ্যাস ফিল্ডে কানাডীয় কোম্পানি নাইকোকে কাজ দেওয়াটাই ভুল ছিল বলে মন্তব্য করে নসরুল হামিদ বলেন,নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য এখন বাংলাদেশ চেষ্টা করছে৷আন্তর্জাতিক আদালতে (ইকসিড) করা নাইকোর মামলার পুনঃ শুনানির জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে৷ আগামী ২ থেকে ৬ নভেম্বর এ মামলার শুনানি হবে বলেও জানান তিনি৷শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান৷সাংবাদিকদের এক প্রশ্নে নসরুল হামিদ বলেন,কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে চেষ্টা করছে সরকার৷এরই মধ্যে মামলাটি পরিচালনায় আন্তর্জাতিকমানের আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে৷

তিনি বলেন, বিশ্বব্যাপী নাইকোর অবস্থা ভালো নয়৷ বিগত সরকার নাইকোকে কাজ দিয়েছে৷ নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল৷প্রতিমন্ত্রী বলেন, নাইকো আমাদের বিরুদ্ধে দুটি মামলা করেছিল আন্তর্জাতিক আদালতে৷ গত বছর একটি মামলার রায়ে নাইকোর আটকে রাখা ২৫ মিলিয়ন ডলার ফেরত্‍ দিতে বলেছে আদালত৷ তবে আমরা নষ্ট হওয়া গ্যাসের মূল্যবাবদ নাইকোর কাছে ১২৫ মিলিয়ন ডলার দাবি করেছি৷এ সময় সাংবাদিকদের আরেক প্রশেন্ন জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে আপাতত দাম কমানোর কোনো পরিকল্পনা নেই৷

জ্বালানি তেলের দাম না কমিয়ে এর মান বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত্‍ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷ তিনি বলেছেন, তেলের মান ও তেলের দাম এ দুটিকে সমন্বয় করা হবে৷ এ নিয়ে স্থানীয় উত্‍পাদনকারীদের সঙ্গে আলোচনা করবেন তিনি৷বিশ্ব বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও সরকার কেন দাম কমাচ্ছে না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারের তেলের দামের সঙ্গে এ দেশে মূল্য সমন্বয় করা হয়নি৷ কারণ তেলের এই জায়গা থেকে সরকারের কিছুটা হলেও অর্থ দরকার৷ সরকারের পরিকল্পনা এখন তেলের মানটাকে নিয়ে৷ পেট্রলের মান এমএস ৮০ গ্রেডের৷ খুব নিম্নমানের পেট্রল৷ আর অকটেন ৯০ গ্রেডের৷ এই মানটাকে বাড়ানো দরকার৷ তিনি বলেন, তেলের ব্যবহার ধীরে ধীরে বাংলাদেশে কমে আসছে৷ আমদানির পরিমাণও কমে আসছে৷ কারণ এখানে সিএনজি বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ আগামী ডিসেম্বরের মধ্যে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রক্রিয়া শুরু হবে৷সুন্দরবনের কাছে রামপাল বিদু্যত্‍কেন্দ্র স্থাপন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদু্যত্‍ প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা এর বিরুদ্ধে আন্দোলন করছেন আগামী মাসে আমি একটু সময় করব তাঁদের নিয়ে রামপাল যাওয়ার৷ সবাইকে নিয়ে যাব৷ সাংবাদিকদের নিয়ে গেলাম৷ অনেকে তো জায়গাই দেখেন নাই৷ ঢাকায় বসে আন্দোলন করছেন৷ চলুন আমরা সবাই একসঙ্গে যাই৷ সুন্দরবন সেখান থেকে কত দূরে আছে৷ ওখানে নেমে গিয়ে দেখি, আমরা ফিল করি, কতটুকু পরিবেশের জন্য ক্ষতিকারক৷ বিশেষজ্ঞের মতামত না-ই বা দিলাম, অন্তত দেখলাম৷ পশুর নদীতে ঘুরলাম, একটু দেখলাম সেখান থেকে রামপাল কত দূরে৷আমাদের হয়তো যোগাযোগের অভাব ছিল৷ এর কারণে অনেক তথ্য হয় তো জানা হয়নি৷ তিনি বলেন, সরকার নবায়নযোগ্য, সৌর বিদ্যুত্‍, বায়ুশক্তিসহ শক্তির সব উত্‍সকে ব্যবহার করতে চায়৷ তবে কয়লাকে ভিত্তি শক্তি হিসেবে রাখতে চায়৷

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিশ্বব্যাপী নাইকোর ব্যবসায়িক অবস্থা ভালো না৷ বিগত সরকার (বিএনপি জোট) নাইকোকে কাজ দিয়েছে৷ নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল৷ তিনি বলেন, ‘নাইকো আমাদের বিরুদ্ধে দুটি মামলা করেছিল ইকসিডে৷ গত বছর একটি মামলার রায়ে নাইকোর আটকিয়ে রাখা ২৫ মিলিয়ন ডলার ফেরত দিতে বলেছেন আদালত৷ তবে আমরা নষ্ট হওয়া গ্যাসের মূল্য বাবদ নাইকোর কাছে ১২৫ মিলিয়ন ডলার চাই৷নিরাপত্তার অজুহাতে বিদু্যত্‍ ক্ষেত্রে থেকে বিদেশি প্রকৌশলীদের সরিয়ে নেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন,এটি ঠিক হয়নি৷ এলাকাগুলোতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে৷ ইতিমধ্যে আরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা৷