2015_09_19_23_04_10_dggMZrcZthi8wkoJ7lBdIE2mQLiE9p_original

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ঢাকা ২০১৫: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্কবাণী করেছেন, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি এবং ইউরোপের শরণার্থী সংকট থেকে সিরিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরো জটিল করছে৷প্যারিসে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব জলবায়ু সম্মেলনের কয়েক সপ্তাহ আগে তিনি শনিবার বলেন, জলবায়ু পরিবর্তন সম্ভবত আজ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হুমকি৷মিলানের ২০১৫ প্রদর্শনীতে বক্তৃতাকালে তিনি বলেন, এটা কেবল খাদ্য নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি৷

কেরি বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরম্ন হওয়ার কিছু আগে দেশটির স্মরণকালের খরার কবলে পড়া এবং ১৫ লাখ লোক বাস্তুচু্যত হওয়ার ঘটনা যা রাজনৈতিক অস্থিরতাকে আরো জোরদার করেছে তা কাকতালীয় ছিলো না৷তিনি বলেন, ‘আমি বলছি না, জলবায়ু পরিবতনের কারণে সিরিয়ায় সংকট তৈরি হয়েছে৷ এটা অবশ্যই না৷ একজন বর্বর স্বৈরশাসক এ সংকট তৈরি করেছে৷ ওই স্বৈরশাসক তার নিজের লোকজনের ওপর ব্যারেল বোমা ফেলছে, তাদের অনাহারে রাখছে, নির্যাতন করছে ও রাসায়নিক গ্যাস ছাড়ছে৷ ‘তবে ভয়াবহ খরা স্পষ্টভাবে খারাপ পরিস্থিতিকে সার্বিকভাবে আরো খারাপ করছে’- বলে তিনি উল্লেখ করেন৷

কেরি জলবায়ু পরিবর্তনকে ‘বহুমুখি হুমকি’ বলে বর্ণনা করেন৷ তিনি বলেন, এটা সংঘাত না বাধালেও সংঘাতের আগুনে ঘি ঢেলে দেয়া এবং রাজনৈতিক নেতাদের পরিস’িতি সামাল দেয়ার কাজকে আরো জটিল করার সক্ষমতা রয়েছে এর৷মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের ব্যাপক শরণার্থী সংকটকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের একটি উদাহরণ বলে উলেস্নখ করেন৷ তিনি হুঁশিয়ার করেন, বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের বৃহত্‍ অংশ জনবসতিপূর্ণ হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে৷