sherpur-elepha-765x510

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ঢাকা ২০১৫: জামালপুর, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমানত্মবতর্ী গ্রামে শনিবার রাতে দুই বন্যহাতি নিহত হয়েছে৷পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামে বন্যহাতি দু’টি বিদু্যত্‍স্পৃষ্ট হয়ে মারা যায়৷পুলিশ জানায়, হাতি দু’টি ভারতের মেঘালয় রাজ্যের বালুঘাট পার্বত্য এলাকা থেকে খাদ্যের জন্য বাংলাদেশী ভূখন্ডে প্রবেশ করে৷

মাখনেরচর গ্রামের বাসিন্দা এবং ডাংধরা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লুত্‍ফুর রহমান জানান, বন্যহাতির আক্রমণে শুধু ফসলেরই ৰতি হয় না এবং তা জীবনের জন্য আতঙ্ক৷ তিনি জানান, আক্রমণের কারণে বেশ কিছু লোক গ্রাম ত্যাগ করে৷দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, প্রাণিসম্পদ অধিদফতর নিহত হাতির ময়না তদনত্ম করবে৷ তিনি জানান, বন্যপ্রাণী সংরৰণ আইন অনুযায়ী দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে৷