????????????????????????????????????

দৈনিকবার্তা-পাবনা, ১৮ ঢাকা ২০১৫: পাবনার ঈশ্বরদীতে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকার কে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত ৪ জেএমবি সদস্যকে ৫ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে৷ রোববার বিকেল ৩টায় আসামীদের পাবনা আমলী আদালত-২ এ হাজির করা হলে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷ তারা হচ্ছেন-পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুলস্নাহপুর মৃত নওশের প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উলস্নাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (৩০)৷

এর আগে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ অক্টোবর ৪ জেএমবি সদস্যকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ৷ পরদিন ১৩ অক্টোবর শুনানী শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই বিচারক৷ এছাড়া একইদিন গ্রেফতারকৃত অপর জেএমবি সদস্য রাকিবুল ওরফে রাবি্ব যাজক হত্যাচেষ্টার সাথে জড়িত বলে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়৷

উলেস্নখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটর সাইকেলযোগে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে৷ এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ৷