hannan-shah

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ঢাকা ২০১৫: দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ইউনিয়ন পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ৷সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে হান্নান শাহ এ অভিযোগ করেন৷ তিনি এ কৌশল ছেড়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন৷

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার পূর্ণ বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ৷সরকারকে উদ্দেশ করে হান্নান শাহ বলেন, বাকশালের কায়েমের চিন্তা বাদ দিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য দ্রুত নির্বাচন দিন৷ বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের কিছু কর্তাব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন৷ এটা নতুন কিছু নয়৷ কারণ, সরকার সব সময়ই মিথ্যাচার করে আসছে৷ তিনি বলেন, দীর্ঘদিন পর লন্ডনে মা ও ছেলের দেখা হয়েছে৷ কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে কুত্‍সা রটাচ্ছে৷ যারা কুত্‍সা রটাচ্ছে তারা পাপী৷ হান্নান শাহ বলেন, একদিকে সরকার জনগণের ভোটকে ভয় পায়৷ অন্যদিকে ভোটের মাধ্যমে জনগণ যখন নেতা নির্বাচন করে তখন বিরোধী শক্তির হলে তাকে সরিয়ে দেয়া হয়৷ গণতন্ত্রের কোনো সংজ্ঞা এই সরকার মানে না বলেও মন্তব্য করেন তিনি৷

খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে যারা মিথ্যাচার করেছে তাদের মুখে চুনকালী পড়বে বলেও মন্তব্য করেন তিনি৷দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির মুখপাত্রের দায়িত্ব থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির মো. জসিম, ওলামা দলের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পদাক শাহ মো. নেছারুল হক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আলমগীর হোসেন, জসীম উদ্দিন প্রমুখ৷