2015_10_19_10_38_51_HZcZ8hV4cPYUtpwW71lsWAGZm9XZi3_original

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ঢাকা ২০১৫: নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়িয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর৷ তাই বিপিএল শুরুর আগে নভেম্বরে ও বিপিএল শেষ হওয়ার পরে ডিসেম্বরে ফাঁকা সময় আছে বাংলাদেশ জাতীয় দলের সামনে৷ তবে এই ফাঁকা সময়টুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ বাদ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটই খেলার কথা বাংলাদেশের৷ তবে সেখানে ওয়ানডে ও টি-২০ নাকি শুধু ওয়ানডে খেলবে তা এখনও ঠিক করেনি বিসিবি৷অন্যদিকে এই সময়ে জিম্বাবুয়ে ও শ্রীলংকা সফররত ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি তিন জাতির সিরিজ আয়োজন করা যায় কিনা সে চেষ্টাও করছে বিসিবি৷ তবে ডিসেম্বরের শেষ দিকে ভারতের প্রস্তাবিত তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ নাকি ভারত বা পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলা হবে সে সম্ভাবনাও রয়েছে৷আবার এসব সিরিজে বাংলাদেশ আয়োজক নাকি সফরকারী হবে সেগুলো নিয়েও আলোচনায় চলছে৷ তাই সবমিলিয়ে নানামুখী সিরিজ খেলার সম্ভাবনার দোলাচালে আছে বিসিবি৷ আর এসব বিষয়গুলো কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা৷ রোববার সাংবাদিকদেও এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন৷

জিম্বাবুয়ে সিরিজের সূচি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আশা করছি আগামী ২/১ দিনের মধ্যে জানতে পারবো৷ জিম্বাবুয়ে ক্রিকেট বোডের্র সঙ্গে আমাদের যোগাযোগ আছে৷ আমরা ওয়ার্ক আউট করছি কয়টা ওয়ানডে এবং কয়টা টি-২০ ম্যাচ খেলবো৷ আমাদের প্রধান কোচ বর্তমানে দেশের বাইরে আছেন, উনার সঙ্গে যোগাযোগ করেই ম্যাচের সংখ্যা ঠিক করা হবে৷নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে টি-২০ খেলা না খেলা বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি৷ নভেম্বরের সময়টাতে নতুন ভাবনা যোগ হয়েছে৷ এখানে জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে এনে তিন জাতির একটি সিরিজ আয়োজনের কথা নতুন করে ভাবছে বিসিবি৷ তাই জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত করেনি বিসিবি৷ কারণ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল এখন শ্রীলংকা সফরে আছে৷এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এখনও আলোচনার দ্বার পুরোপুরি বন্ধ করে দেয়া যায়নি৷ তারপরও বলব, যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত৷ আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলংকায় খেলছে৷ ওয়েস্ট ইন্ডিজ বোডের্র কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি৷এদিকে ভারতের প্রস্তাবিত তিন জাতি সিরিজের আনুষ্ঠানিক প্রস্তাবের বিষয়ে কিছুই জানে না বিসিবি৷ তবে বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির কথা হয়েছে৷ সেখানে আগামী ডিসেম্বরে একটি সিরিজ খেলার কথাও আলোচনা হচ্ছে৷

এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে শুধু বিসিসিআই-ই না আরও কয়েকটা বোডের্র কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে৷ আমরাও আশা করছি ডিসেম্বরে কিছু খেলায় অংশগ্রহণ করা যায় কিনা৷ সেটা দেশে কিংবা দেশের বাইরে যেকোনো জায়গায় হতে পারে ৷